বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫   বৈশাখ ১০ ১৪৩২   ২৫ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৩৫

জয়পুরহাটের দুই আসনে নৌকার মাঝি হতে চান ১৭ জন মনোনয়ন প্রত্যাশী

মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৩  

আগামী ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে মাঠে মনোনয়ন প্রত্যাশীদের প্রচার প্রচারণা ততই বেড়ে চলেছে এরই মধ্যে দলীয় মনোনয়ন প্রত্যাশীরা ইতিমধ্যে মনোনয়ন পত্র দাখিল করেছেন।জয়পুরহাট সদর উপজেলা ও পাঁচবিবি উপজেলা নিয়ে গঠিত জয়পুরহাট-১ আসন।অপরদিকে,কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর উপজেলা নিয়ে গঠিত জয়পুরহাট-২আসন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ আসনে ১৪ জন এবং জয়পুরহাট-২ আসন থেকে ৩ জনসহ দুটি আসনে মোট ১৭ জন আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.রোকেয়া সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।জয়পুরহাট-১আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ১৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।তারা হলেন-এই আসনের বর্তমান সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সামছুল আলম দুদু, আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.রোকেয়া সুলতানা,জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুর রহমান,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান,জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ ই এম মাসুদ রেজা, পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের  সাবেক সাধারণ সম্পাদক ও পাঁচবিবি পৌরসভার মেয়র হাবিবুর রহমান,সাবেক সংসদ সদস্য মাহফুজা মণ্ডল রিনা,সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও দোগাছী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম,সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক তৌফিদুল ইসলাম বুলবুল এবং সাবেক ছাত্রলীগ নেতা শফিকুল আলম চৌধুরীও এই আসনে আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এছাড়া জয়পুরহাট-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চাওয়া তিনজন হলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের বর্তমান হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি,
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আক্কেলপুর পৌরসভার সাবেক মেয়র গোলাম মাহফুজ চৌধুরী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির সদস্য তাজমহল হীরক।
 

এই বিভাগের আরো খবর